বাটা সুর ২৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১১:১৫:০৯
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অর্থবছরের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালিন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বাটা সু’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন ধামরাই ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বাটা সু’র শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১.২২ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮৭.৯৪ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৪৬.৫৮ টাকা।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএন)