logo ২৫ আগস্ট ২০২৫
টানা পতনের পর ঊর্ধ্বমুখী সুচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৫ ১২:৩৯:৫৮
image

ঢাকা: টানা পাঁচ দিনের পতন শেষে মুল্যসূচকের উত্থানে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। তবে সুচক বাড়লেও দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।


সোমবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। ফলে ডিএসইএক্স ৪০০০ পয়েন্টের ঘরে উঠে এসেছে। ৪১১৮.৪৮ পয়েন্ট দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন।


রবিবার ডিএসইতে ৩৪১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হলেও সোমবার তা হয়েছে ৩২৩ কোটি ৪০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮ কোটি ১১ লাখ টাকা।


লেনদেন শুরুর পর থেকেই লেনদেনের শীর্ষস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার কোম্পানি। অবশেষে শীর্ষস্থানটি হারিয়েছে এ কোম্পানি। সোমবার থেকে লেনদেন শুরু হওয়া বিএসআরএম কোম্পানি শীর্ষস্থানটি দখল করে নিয়েছে। দিনশেষে ৪৪ কোটি ৪১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। লেনদেনের দ্বিতীয় স্থানে নেমে আসা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা এমজেএল কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার টাকা। লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- এসিআই, কেপিসিএল, শাহজিবাজার পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও ব্র্যাক ব্যাংক।


লেনদেনে অংশ নেয়া ইস্যুগুলোর মধ্যে ১৩৭ টির দর বেড়েছে, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির দর।


অপরদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসইএক্স ৪৬.৭০ পয়েন্ট বেড়ে দিনশেষে ৭৬৯৪.৭৯ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। সোমবার লেনদেন হয়েছে ৪২ কোটি ৪ লাখ টাকা্র শেয়ার। লেনদেনে অংশ নেয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।


(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেবি)