logo ১০ মে ২০২৫
পতনে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ এপ্রিল, ২০১৫ ১৬:৩৩:০৮
image

ঢাকা: আগের দিনের রেশ ধরে সপ্তাহের শেষ কার্যদিবসেও পতন অব্যাহত রয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। ঢোকার বাজারে লেনদেন কমে ৩০০ কোটির ঘরে নেমে এসেছে।


বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।


লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৫২৫ কোটি ৫৮ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪২ পয়েন্ট কমে ৭ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৪৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৩০ পয়েন্ট কমে ১২ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএন)