দরপতন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ এপ্রিল, ২০১৫ ১২:৫৩:৩৮

ঢাকা: শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। বুধবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩০.৩০ পয়েন্টের। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪২৫২.৯৪ পয়েন্টে। এ নিয়ে টানা চার দিন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন।
তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের দুই দিন লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে থাকলেও বুধবার তা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৭৬ লাখ টাকা।
লেনদেনে অংশ নেওয়া ৩০৯ টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির দর।
যথারীতি লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ৬২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার টাকার। ২৫ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- এসিআই, সাইফ পাওয়ারটেক, শাশা ডেনিমস, মবিল যমুনা, এসএ পোর্ট, ইফাদ অটোস, বারাকা পাওয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৭ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। আগের দিনের তুলনায় ৯৬.২১ পয়েন্ট কমে দিনশেষে সূচক ৭৯৫৭.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি)