logo ১০ মে ২০২৫
সূচকের মিশ্র প্রবণতা থাকলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১৫:৫৪:১০
image

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই পরিস্থিতি বজায় রয়েছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৬৫৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ৬৮ পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে রয়েছে।


টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৫২ লাখ টাকা।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনশেষে সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৮ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৫০ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৫৪ লাখ টাকা।


(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএন)