সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১২:২৫:০১
ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ১৭মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। এ পর্যন্ত সময়ে লেনদেন হয়েছে মোট ২৮৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭২ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমএন)