ঢাকার বাজারে বছরের সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৫ ১৫:৪৯:২৫
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বুধবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকা। এর আগে গত সোমবার ডিএসইতে সর্বোচ্চ ৪১২ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়।
এদিকে এদিন সূচকও ছিলো ঊর্ধ্বমুখী। বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমএন)