logo ১০ মে ২০২৫
মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৫ ১২:২০:১১
image

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টি কোম্পানির। আর দর কমেছে  ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।


ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০২ পয়েন্টে।  ডিএস৩০ সূচক শূন্য পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে। অন্যদিকে, বেড়েছে ডিএসইএস বা শরীয়াহ সূচক। আজ এ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৮ পয়েন্টে।


লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।


(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেএস)