৫০০ কোটি টাকা তুলবে আইডিএলসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ এপ্রিল, ২০১৫ ১২:৩৮:০৪
ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, এ বন্ডের মেয়াদ হবে ৩ থেকে ৭ বছর পর্যন্ত। বন্ডটি জিরো কুপন বা ফক্সড বা প্লোটিং রেট হতে পারে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ছাড়বে আইডিএলসি ফিন্যান্স।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমএন)