logo ১০ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেন ও সূচক কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৫ ১৪:০৪:১৪
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। সিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে।


গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৭৩২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৯৫ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৩৮ টাকার টাকা।এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন কমেছে ১১৩ কোটি ৫২ লাখ ২০ হাজার ৫০৬ টাকা বা ৬.৩২ শতাংশ।


গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯৪৬ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৩৫৯ কোটি ১ লাখ ২৯ হাজার ৪৮ টাকা।


গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮২ শতাংশ বা ১২৬ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ বা ৩১ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ১২ শতাংশ বা ২৩ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১৪৪ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৮৮ টাকা।


গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৬৯ শতাংশ কমেছে। সিএসই৩০ সূচক কমেছে ২ দশমিক ০৭ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।


(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমএন)