logo ১১ মে ২০২৫
শেষদিনে ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৫ ১২:১৭:১৪
image


ঢাকা: গত চার কার্যদিবসের পতন প্রবণতা থেকে বের হয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বুখী রয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার বেলা ১২টা ০১মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২ পয়েন্টে রয়েছে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৫৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১১ হাজার ৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯৫ পয়েন্টে রয়েছে।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এমএন)