স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ১১:২৯:৫৮

ঢাকা: বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইল ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কয়ার টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন রাজধানীর ডিওএইচ মহাখালির রাওয়া কনভেনশন হলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।
সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী স্কয়ার টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৬৬ টাকা। কোম্পানির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১৫ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৫.৫২ টাকা।
এদিকে পরিচালনা পর্ষদ স্কয়ার টেক্সটাইল মিলসের সুতা উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী কোম্পানির সুতা উৎপাদন ক্ষমতা বার্ষিক ৪ হাজার ২৩৫ টন বৃদ্ধি পাবে। এ জন্য ব্যয় হবে ১১৩ কোটি ৮৭ লাখ টাকা। আগামী ২০১৬ এপ্রিলের মধ্যে নতুন এ ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এর ফলে বছরে কোম্পানির বিক্রির পরিমাণ হবে ১১৯ কোটি টাকা এবং বিক্রির উপর ১১ শতাংশ মুনাফা হবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এমএন)