logo ১১ মে ২০২৫
পতন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৫ ১৫:৪৫:৫৩
image

ঢাকা: শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৫২.২২ পয়েন্টের। দিনশেষে ডিএসই সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৪৫.৪৮ পয়েন্টে। এ নিয়ে টানা ৫ কার্যদিবসে পতন দিয়ে শেষ হয়েছে বাজারের লেনদেন। এ সময়ে সূচক কমেছে ১৮৫.৪৫ পয়েন্টের।


বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ কোম্পানি দর হারাতে শুরু করে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় আগের দিনের তুলনায় ৫২ পয়েন্টের পতন দিয়ে শেষ হয় দিনের লেনদেন।


এদিকে সূচকের পতন হলেও লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। সোমবার ৩০৫ কোটি ৭ লাখ টাকা লেনদেন হলেও মঙ্গলবার লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা।


লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- মবিল যমুনা, গ্রামীণ ফোন, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, ফার্মা এইডস, শাহিন পুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা ।


লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ২৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির দর।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৮৪.৬৪ পয়েন্ট কমে দিনশেষে ৮০৯২.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। মঙ্গলবার দিনশেষে হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির দর।


(ঢাকাটাইমস/৭এপ্রিল/জেএস)