logo ১১ মে ২০২৫
নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ১১:৪৪:১১
image

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের নিমম্নুখী প্রবণতায় লেনদেন চলছে উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফানেডর শেয়ারের দর কমছে।


রবিবার বেলা ১১টা ৩৪মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮৭ পয়েন্টে রয়েছে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১০৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৬২ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৫এপ্রিল/এমএন)