নিম্নমুখী প্রবণতায় সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৫ ১১:৫৪:২৭

ঢাকা: নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফানেডর শেয়ারের দর কমেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৯০ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৬১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৩৫ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয়েছে ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২এপ্রিল/এমএন)