logo ১২ মে ২০২৫
দিনের শুরুতে নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৫ ১১:৩৮:০৪
image

ঢাকা: আগের কার্যদিবসের রেশ ধরে নিম্নমুখী সূচকে দিনশুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।


মঙ্গলবার বেলা ১১টা ৩০মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ৪২ পয়েন্ট কমে এক হাজার ৯৬ পয়েন্টে রয়েছে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪১৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৭ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির দাম। লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩১মার্চ/এমএন)