আড়াই মাস পর ৪০০ কোটির ঘরে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৫ ১৫:৪৮:১৬

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আড়াই মাস পর চারশ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এর আগে দিনের শুরুতে সব ধরণের সূচক নিম্নমুখী ছিলো।তবে দিনশেষে সূচক উর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এর আড়াই মাস অর্থাৎ ৫২ কার্যদিবস আগে ডিএসইতে লেনদেন হয়োছিলো ৪০৪ কোটি ৯৭ লাখ টাকা। মাঝের বেশিরভাগ সময় দু’শ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। তবে ২৯ মার্চ সব্বোর্চ ৩৯৩ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৭৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এমএন)