logo ১৪ মে ২০২৫
আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৫ ১২:০৭:০১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


২৪ মার্চের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ১৭০৭.৮১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৩১.৫১ টাকা। দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৯৪.৫২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ১০৩.৯৮ টাকা। তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৩৫৫.২৮ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭২.৪৭ টাকা। চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৭৯.০৯ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৮০.৬৮ টাকা। পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৩৯.৪৩ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৬২.৬৬ টাকা। ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৫৭.৮৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৭.৯০ টাকা। সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ১০৩.৭৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৯.৮৮ টাকা। অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে দাঁড়িয়েছে ৬৯.২৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৪.৬৫ টাকা।


(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএন)