সপ্তাহশেষে বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মার্চ, ২০১৫ ০৯:১৮:১৮

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহের চার কার্যদিবস লেনদেন হয়েছে। এ চার কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ২৩ কোটি ৪১ লাখ ৭ হাজার ৪৪৭ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৫১ লাখ ৩ হাজার ৮৬২ টাকা বা ১৬.১৭ শতাংশ।
গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ২৯৭ কোটি ২৩ লাখ ২ হাজার ৮২৭ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ২৫৫ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৮৬২ টাকা।
লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৯২ শতাংশ বা ৪১ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ বা ২৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ বা ১৫ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ৮১ কোটি ৭ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ২১৬ টাকা।
সিএসইতে লেনদেনের পাশাপাশি সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিলো। এ সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ০ দশমিক ৬৪ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ৩৩ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এমএন)