দিনশেষে নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৫ ১৫:৩৯:২৬

ঢাকা: আগের দিনের রেশ ধরে নিম্নমুখী সূচকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ করেছে উভয় পুঁজিবাজার। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৯০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
লেনদেন হয়েছে মোট ২৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ২৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এমএন)