logo ১৪ মে ২০২৫
দিনশেষে ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৫ ১৬:১৫:৩০
image

ঢাকা: দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছিলো দেশের উভয় পুঁজিবাজারে। দিনশেষেও একই পরিস্থিতি বজায় থাকে। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।


রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


লেনদেন হয়েছে মোট ২৬৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।      


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ২২ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২২মার্চ/এমএন)