logo ১৪ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মার্চ, ২০১৫ ১৩:০৫:০৭
image

ঢাকা: ঊধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ লেনদেন দিবসে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩.৫৪ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক ৪৪৭৬.৩৫ পয়েন্টে অবস্থান করছিল।


এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অধিকাংশেরই দর বেড়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির দর বেড়েছে, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।


বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা। এ কোম্পানির লেনদেন হয়েছে ৭ কোটি ১০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার। ৪ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই। লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেনের পরিমাণ ৪ কোটি ৩৬ লাখ ৯১ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে ইফাদ অটোস, বেক্সিমকো।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ৪৪.৬১ পয়েন্ট বেড়ে সিএসইএক্স ৮২৯৯.৮৪ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।


(ঢাকাটাইমস/১৯মার্চ/জেএস)