ফার্স্ট লিজ ফিন্যান্সের পর্ষদ সভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১০:৪২:২৬
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৩২ পয়সা।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এমএন)