জায়গা কিনবে বিএসআরএম স্টিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ১৪:৫২:১৬
ঢাকা: গুদাম নির্মাণে জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলস। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জের চাপাতলি এবং কাউডালা এলাকায় ৩৩৫.৪৫ শতাংশ জায়গা কিনবে বিএসআরএম। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ৩০ লাখ টাকা। আর গুদাম নির্মাণে খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা।
বিএসআরএম ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এমএন)