logo ১৫ মে ২০২৫
ডিএসইতে পিই রেশিও কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৫ ১৩:০২:৪৬
image

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সব ধরণের সূচক কমেছে। পাশাপাশি সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।


গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮২ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৭ দশমিক ০৭ পয়েন্ট।


সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৮ পয়েন্ট, সিরামিক খাতের ৩৩ দশমিক ৫ পয়েন্টে।


এদিকে প্রকৌশল খাতের ২০ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ দশমিক ২ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ১ পয়েন্ট, (জেনারেল) বিমা খাতে ১১ দশমিক ১ পয়েন্টে।


তথ্য ও প্রযুক্তি খাতের ২০ দশমিক ৪ পয়েন্টে, পাট খাতের মাইনাস ১৮ দশমিক ১ পয়েন্ট, বিবিধ খাতের  ৪৬ দশমিক ৫ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৫ পয়েন্টে, কাগজ খাতের ৮ দশমিক ৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৪ দশমিক ৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩০ দশমিক ৯ পয়েন্ট, চামড়া খাতের ২৩ পয়েন্ট।


টেলিযোগাযোগ খাতে ২২ দশমিক ৯ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ দশমিক ৯ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৪ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।


সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.২৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৪.৭১, ‘জেড’ ক্যাটাগরির ৫৮.৫১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.৮৯ পয়েন্টে।


(ঢাকাটাইমস/১৪মার্চ/এমএন)