নিম্নমুখী সূচকে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৫ ১৩:০০:৪৪

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক নিম্নমুখী রয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র বজায় রয়েছে।
বেলা ১২টা ৫০মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ০৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৭৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে সিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪৯৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২মার্চ/এমএন)