logo ১৫ মে ২০২৫
সূচক বাড়লেও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৫ ১৫:৩৬:৪৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সব ধরণের সূচক বেড়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।


এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।


লেনদেন হয়েছে মোট ২৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৭৯ কোটি ৭৪ লাখ টাকা।        


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭১১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। লেনদেন হয় মোট ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। (ঢাকাটাইমস/১০মার্চ/এমএন)