logo ১৫ মে ২০২৫
নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৫ ১০:৪৬:০৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক নিম্নমুখী রয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১১টা ৩২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১০৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।


লেনদেন হয়েছে মোট ৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬৬ কোটি ৩০ লাখ টাকা।  


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১১টা ৩৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।


লেনদেন হয় মোট ৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ১৮ লাখ টাকা।


(ঢাকাটাইমস/৮মার্চ/এমএন)