সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মার্চ, ২০১৫ ১৩:৪৭:২২
ঢাকা: গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সব ধরনের মূল্য সূচক কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১০ দশমিক ৯১ শতাংশ। লেনদেনের শীর্ষ তালিকার কোম্পানিগুলোর মধ্যে প্রথম অবস্থানে আছে জ্বালানি ও শক্তি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে শাহজিবাজার পাওয়ার ৩২ লাখ ৫৪ হাজার ৩৪৪টি শেয়ার ৬৮ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি ৫২ লাখ ২ হাজার ৪৬৬টি শেয়ার ৫৮ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্যোসাল ইসলামী ব্যাংক সপ্তাহজুড়ে ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ১৮৮টি শেয়ার ৪৯ কোটি ৭৯ লাখ ৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, শাশা ডেনিমস, হাইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা ।
(ঢাকাটাইমস/৭মার্চ/এমএন)