সূচক কমলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মার্চ, ২০১৫ ১৬:০৩:৫১

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
লেনদেন হয়েছে মোট ২৬৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ৮৪ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেন হয় মোট ৩১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৪ লাখ টাকা।
(ঢাকাটাইমস/৫মার্চ/এমএন)