logo ১৫ মে ২০২৫
নিম্নমুখী সূচকে শেষদিনের লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মার্চ, ২০১৫ ১১:২৩:০৩
image

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শুরু করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।


বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।


লেনদেন হয়েছে মোট ৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি৮৪ লাখ টাকা।           


একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৫মার্চ/এমএন)