৩ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৫ ১১:৫৪:১৪

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক তিনটি হলো, ডাচ-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাইথইস্ট ব্যাংক।
ডাচ-বাংলা ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১০টায় সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৬ টাকা ৭৭ পয়সা। এজিএম আগামী ২৯ মার্চ রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
ট্রাস্ট ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৯ টাকা ৮৫ পয়সা। এজিএম আগামী ৩০ মার্চ সকাল ১১টায় রাজধানীর ক্যান্টনমেন্টের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
(ঢাকাটাইমস/৪মার্চ/এমএন)