সামিটের বিদ্যুৎ কিনবে বিপিডিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মার্চ, ২০১৫ ১২:৪৮:০৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের দুই সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- সামিট বরিশাল পাওয়ার লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট টু লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রুপতলী বরিশালে ১১০ মেগাওয়াট এইচএফও ফায়ার পাওয়ার জেনারেশন সুবিধা ও মদনগঞ্জ, নারায়নগঞ্জে ৫৫ মেগাওয়াট এইচএফও ফায়ার পাওয়ার জেনারেশন সুবিধার জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিদ্যৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
সামিট পাওয়ারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে এই দুই প্রতিষ্ঠানের কাছে।
(ঢাকাটাইমস/৩মার্চ/এমএন)