শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৫ ১১:৩৬:৪৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২ মার্চ সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, এসআইবিএল, এসিআই, ইফাদ অটোস, সিভিও পেট্রোকেমিক্যাল, বঙ্গজ ও আলহাজ টেক্সটাইল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১২ হাজার ১৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২মার্চ/জেএস)