logo ১৬ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেন বাড়লেও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৫৬:২৮
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেই (ডিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। একই পরিস্থিতি বজায় রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।


ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৮৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৩১৯ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকার শেয়ার। এ হিসাবে আলোচিত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৬২ টাকা বা ১৪.২৯ শতাংশ।


গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৫২ শতাংশ বা ২৫ দশমিক ০১ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৩১ শতাংশ বা ৫ দশমিক ৪৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২৩ শতাংশ বা ২ দশমিক ৬২ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১০ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬৫৬ টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৯৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৫৪২ টাকার শেয়ার।


সিএসইতে লেনদেন বাড়লেও সূচকে ছিল মিশ্রাবস্থা। এ সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৬৯ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।


(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমএন)