logo ১৬ মে ২০২৫
জিপিএইচ ইস্পাতের মুনাফা কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:৩২:১৩
image

ঢাকা: প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাত লিমিটেডের তৃতীয় প্রান্তিকে মুনাফা ও শেয়ার প্রতি আয় কমেছে। বৃহস্পতিবার কোম্পানির তৃতীয় প্রান্তিকের (নভেম্বর, ১৪- জানুয়ারি, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়।


তৃতীয় প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ ৯৭ লাখ টাকা মুনাফা কমেছে।


কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৭২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮০ পয়সা।


উল্লেখ্য, গত নয় মাসে (মে,১৪- জানুয়ারি’১৫) কোম্পানির  কর পরবর্তী মুনাফা হয়েছে ২৪ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা। আর  শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৮ পয়সা।  আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১ টাকা ৯৫ পয়সা।


(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএন)