সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৩৭:৪৪

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
লেনদেন হয়েছে মোট ৩০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক সামান্য কমে ১২ হাজার ১৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
লেনদেন হয় মোট ২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ২৪ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমএন)