নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:০৯:০২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হয়ে পড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ৭৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ১৪২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।
লেনদেন হয়েছে মোট ১৮৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৭১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
লেনদেন হয় মোট ১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমএন)