বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৩৫:৪৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৩ ফেব্রুয়ারি সোমবার মূল্যসূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইউসিবিএল, শাহজিবাজার পাওয়ার, এসিআই, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন্স, লাফার্জ সুরমা, বঙ্গজ, ইফাদ অটোস ও রেনেটা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৬৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয় মোট ২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেএস)