ওঠানামায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:০৮:২৪

ঢাকা: সূচকের ওঠানামায় সপ্তাহ শুরু করেছে দেশের উভয় পুঁজিবাজার। তবে লেনদেন শুরুর এক ঘণ্টা ২০ মিনিটে সব ধরনের সূচক আগের দিনের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
লেনদেন হয়েছে মোট ৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬৬ কোটি ৮৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেন হয় মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমএন)