দিনশেষে ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৪১:১৫
ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন শেষ হয়েছে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
এদিন দিনশেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনে নেয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
সিএসইর সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০৩ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। মোট লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমএন)