নিম্নমুখী সূচকে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৪২:১৫

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহ শেষ করলো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণ ফোন, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, আইডিএলসি, আমরা টেকনোলজি, সিভিও পেট্রক্যামিকেল, অগ্নি সিস্টেম ও ইফাদ অটোস।
লেনদেন হয়েছে মোট ২৬৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৫৯ কোটি ৩৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
লেনদেন হয় মোট ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২১ কোটি ৪৯ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএন)