লোকসানে রয়েছে বিএসসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৫৭:৩৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) শেয়ার প্রতি লোকসান করেছে ৬ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ টাকা।
বুধবার কোম্পানিটি অর্ধবার্ষিকী (জুলাই’১৪- ডিসেম্বর’ ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। প্রথম দুই প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১৬ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা।
গত ৩ মাসে (অক্টোবর, ১৪–ডিসেম্বর, ১৪) কোম্পানির লোকসান হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। আর শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা শূন্য ৬ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ১০ টাকা ৯০ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমান দাঁড়ায় ২৪২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএন)