শুরুতে ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৪২:২৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দিনের শুরুতে ঊর্ধ্বমুখী রয়েছে সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
লেনদেন হয়েছে মোট ৬৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩০ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
লেনদেন হয় মোট ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএন)