logo ২০ আগস্ট ২০২৫
কারণ ছাড়াই দুলামিয়া কটনের দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:১৯:১১
image

ঢাকা: সাম্প্রতিক সময়ে কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ছে বস্ত্র খাতের দুলামিয়া কটনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে মঙ্গলবার দুলামিয়া কটন কর্তৃপক্ষ তাদের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত তিন কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ১.২ টাকা বা ১৫ শতাংশ।


মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ০.৯০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১০ টাকায় লেনদেন হয়েছে।


(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এমএন)