ধীর গতিতে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৪৩:০৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১৬ ফেব্রুয়ারি সোমবার লেনদেনে মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম। লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বঙ্গজ, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল ফিড, ইফাদ অটোস, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা, সিঅ্যান্ডএ টেক্সটাইল ও আরএকে সিরামিকস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম। লেনদেন হয় মোট ৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেএস)