সপ্তাহের প্রথম দিন নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:০০:০৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
লেনদেন হয়েছে মোট ৮৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩২৫ কোটি ৯৮ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১২ হাজার ৮১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেন হয় মোট ৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমএন)