লভ্যাংশ ঘোষণা করলো ফারইস্ট ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:২৩:৩২
ঢাকা: পুঁজিবাজারে তালিকুভুক্ত ফারইস্ট ফাইন্যান্স ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস শেয়ার।
বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশের জন্য আগামী ২৫ মার্চ সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রাজধানীর বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২’এ এজিএম অনুষ্ঠিত হবে।
শেষ হওয়া অর্থবছরে ফারইস্ট ফাইন্যান্সের প্রতি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৩ টাকা ও প্রতি শেয়ারে নগদ প্রবাহ ঋণাত্মক ১.২২ টাকা।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এমএন)