সূচকের ওঠানামায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:০০:০৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে সূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২ টা ৩৯ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩৪৬ কোটি ০৯ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৫ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
লেনদেন হয় মোট ১৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৪১ কোটি ০৩ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এমএন)