logo ১৭ মে ২০২৫
কারণ ছাড়াই এসিআই ফরমুলেশনের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:০০:৫৮
image

ঢাকা: কোন কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনের অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানাতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনই শেয়ারটির দর বেড়েছে। কমেছে মাত্র ১ দিন। এ সময়ে শেয়ারটির দর ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৯ টাকা বা ১৬ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।


আজ মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৫ টাকা ১০ পয়সা । এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৭৮ টাকা ৫০ পয়সা থেকে ১৮৫ টাকা পর্যন্ত।


গত বছরের ২৮ অক্টোবর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই’ ১৪-সেপ্টেম্বর’ ১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এসিআই ফরমুলেশনের কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১ কোটি ১ লাখ ১০ হাজার টাকা ও ২.৪৫ টাকা।


(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এমএন)